লোকসভা নির্বাচন চলাকালীন নাশকতার হুমকি বাংলায়! রাজভবন(Rajbhaban), ভারতীয় জাদুঘর সহ একাধিক সরকারি কার্যালয় এবং পরিচিত স্থানে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল(e-mail)। হুমকি ইমেল কোথা থেকে এল, কে পাঠাল, জোরকদমে তার তদন্ত শুরু করেছে লালবাজার
রাজভবন, ভারতীয় জাদুঘরের পাশাপাশি আরও কয়েকটি সরকারি অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। ‘টেরোরাইজ়ার ১১১’ নাম দিয়ে নিজেদের একটি জঙ্গি গোষ্ঠী বলে দাবি করা হয়েছে। সেখানে সতর্ক করে বলা হয়েছে যে, ‘আমরা আপনাকে অবগত করাতে চাই যে, আপনার বাড়ির বেশ কয়েকটি জায়গায় আমরা একাধিক বিস্ফোরক বসিয়ে রেখেছি। বিস্ফোরণে যাতে বহু মানুষের মৃত্যু হয় আমরা তা নিশ্চিত করব।’ ওই ইমেলে নিজেদের জঙ্গি সংগঠন বলে দাবি করেছে।
হুমকি মেল পাওয়ার পরেই উদ্বিগ্ন রাজ্যের পুলিশ-প্রশাসন। তদন্তভার হাতে নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে লালবাজার।
ভোটের মরসুমে নতুন কোন বিপদ কড়া নাড়ছে বাংলার দরজায়? জঙ্গী হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় মহানগরী।