সম্প্রতি একটি ভিডিও ভাইরাল(Viral video) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা একজন ব্যক্তিকে সপাটে চড় মারছেন। ওই মহিলা কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর(TMC Councillor ) সুনন্দা সরকার, যিনি প্রকাশ্যে চড় মারছেন ওই ওয়ার্ডের তৃণমূলের যুব নেতা(TMC Youth Leader) কেদার সরকারকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি Newsai24x7
কেদার সরকার হলেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি, যিনি সুনন্দার বিরোধী গোষ্ঠীর বলেই পরিচিত।গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনা বেশ খানিকটা অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসকদলকে।
তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার বিধায়ক শশী পাঁজার ঘনিষ্ঠ। কেদার সরকারের গোষ্ঠীর দাবি, এলাকায় কাউন্সিলরের তোলাবাজি নিয়ে প্রতিবাদ করাতেই তাঁর ওপর চড়াও হন সুনন্দা সরকার। পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। তিনি অভিযোগ করেছেন, কেদার দাস ও তার অনুগামীরা অশান্তি করে, তোলাবাজি করে এলাকায়। গোটা ঘটনায় দু-জনেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)