নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনারের হাতে আগ্নেয়াস্তরের ছবি ভাইরাল শুরু রাজনৈতিক চাপানোতোর,

TMC Leader Viral Photo: আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূলের যুবনেতা! ছবি ভাইরাল হতেই রাজনৈতিক চাপানউতোর

Bengal News Politics
Share this news

নোয়াপাড়া(Noyapara) বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) কনভেনারের হাতে আগ্নেয়াস্ত্র। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।এমন ছবি ভাইরাল হওয়ার পরেও পুলিশ তাকে গ্রেফতার করেনি কেন সেই প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। শাসকদলকে আক্রমণ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। 

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখা যাচ্ছে যে ছবিতে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভাশিস চক্রবর্তী হাতে একটি দেশি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি Newsai24x7.

এছাড়া, শুভাশিসের সঙ্গে একাধিক তৃণমূল নেতা, বিধায়কের ছবি সামনে এসেছে যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে রয়েছে ব্যারাকপুর লোকসভার তৃণমূল নেতৃত্ব। এই ছবি ভাইরাল হতেই রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *