ঝাড়খন্ডের লাতেহারে(latehar) রাঁচি-সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগার খবরে ঝাঁপিয়ে পড়েন বহু যাত্রী। একটি পণ্যবাহী ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে, আহত একজন শিশু সহ অনেকে। শিশুটিকে রিমস-এ রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমন্দিহ স্টেশনের কাছে। দুর্ঘটনার কারণে গরীব রথ এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা স্টেশনে থামে। খবর পেয়ে প্রাক্তন বিধায়ক হরিকৃষ্ণ সিং ঘটনাস্থলে পৌঁছে ঘটনার খবর নেন।
তথ্য অনুসারে, শুক্রবার সন্ধ্যায় সাসারাম-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস কুমান্দিহ স্টেশনের কাছে পৌঁছানোর সাথে সাথে ট্রেনের এক যাত্রী আগুনের গুজব ছড়িয়ে দেন। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে ট্রেন থেকে নেমে ভয়ে পালাতে শুরু করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে কয়েকজনের। যার জেরে মৃত্যু হয়েছে তিনজনের। যদিও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। লাতেহার প্রশাসনের কাছে এই খবর পাওয়া মাত্রই সবাই ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। একই ট্রেনে করে সব লাশ ডালটনগঞ্জে নিয়ে যাওয়া হয়। আহত শিশুটিকে লাতেহার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং রিমসে রেফার করা হয়েছে। এই ঘটনায় স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। এই ট্রেন দুর্ঘটনার পর রেলের কর্মকর্তারা তৎপর হয়ে ঘটনাস্থলে ছুটে যান। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত হয় রেলওয়ে পুলিশ। অন্যদিকে, প্রায় দেড় ঘণ্টা স্টেশনে থামে গরীব রথ এক্সপ্রেস ট্রেন। যার জেরে বাকী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)