চলতি বছরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(Union Public Service Commission), ভারত লেফটেন্যান্ট (অফিসার)( Lieutenant (Officer) এর জন্য ৪০৪ শূন্যপদে নিয়োগ করতে চলেছে। বেতন- ৫৬,১০০-১,৭৭,৫০০
UPSC NDA-II নিয়োগ ২০২৪-এ শূন্যপদ
NDA(Army)- ২০৮
NDA(Navy)-৪২
NDA(Air Force-Flying Duty)-৯২
NDA(Air Force-Ground Duty Tech)-১৮
NDA(Air Force-Ground Duty Non tech)-১০
Naval Academy (NA)-৩৪
কারা আবেদন করতে পারবেন
বয়সসীমা- জন্ম ০২ জানুয়ারী, ২০০৬ থেকে ০১ জানুয়ারি, ২০০৯
যোগ্যতা- ১২তম পাস
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৪ জুন,২০২৪।
আবেদন ফি
জেনারেল / ওবিসি- ১০০ টাকা
এসসি /এসটি- কোনও ফি লাগবে না
https://upsc.gov.in
এই ওয়েবসাইটে গিয়ে Examination এ ক্লিক করুন,
এরপর Active Examination-এ ক্লিক করুন
National Defence Academy and Naval Academy Examination (II), 2024–এ গিয়ে
Download Notification গিয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয় বিস্তারিত জেনে নিন
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)