মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ছাত্র-শিক্ষিকার খবর এখন শিরোনামে। জানা গিয়েছে মাত্র ১১ বছরের কিশোরের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছেন ২৪ বছর বয়সী এক শিক্ষিকা। অভিযোগ উঠেছে, ক্লাসের মধ্যেই ওই পড়ুয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত চলাকালীন জনসমক্ষে ধরা পড়ে যান।
অভিযুক্ত শিক্ষিকার নাম ম্যাডিসন বার্গম্যান। এই ঘটনা সামনে আসার পরেই ওই কিশোরের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। তাঁদের দাবি, ম্যাডিসন ইচ্ছে করেই ১১ বছরের কিশোরের পড়ুয়ার সঙ্গে এই কাজ করেছে। অনেক দিন ধরেই তিনি এই ফন্দি এঁটেছিলেন, অবশেষে তিনি করে দেখালেন। এত ছোট বাচ্চার সঙ্গে এরকমটা করা ঠিক হয়নি।
তাঁদের আরও অভিযোগ, ওই শিক্ষিকা ইচ্ছে করেই কিশোরের বসার জায়গা নিজের কাছাকাছি করে নিয়েছিল। যাতে ক্লাস চলাকালীন অন্য ছাত্রছাত্রীদের চোখ এড়িয়ে তিনি ওই ফুটফুটে কিশোরের শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করতে পারেন। এমনকি দিনের পর দিন পঞ্চম শ্রেণির পড়ুয়ার বিভিন্ন অঙ্গে স্পর্শ করে কিশোরকে শারীরিক ভাবে অত্যাচার করে আসছিলেন।
এই পুরো ঘটনায় ওই কিশোরও মুখ খুলেছে। তাঁর দাবি, ম্যাডিসন ক্লাসের পরেও বেশিক্ষন আটকে রাখতো। পঞ্চম শ্রেণির পড়ুয়া বলেছে, ‘দীর্ঘ সময় ধরে আমাকে ম্যাডিসন চুম্বন করতো। দিনের মধ্যে সেটা বহুবার হয়ে যেতো, আমার ভালো লাগতো না।’
জানা গিয়েছে, ওই শিক্ষিকা কিশোরের ফোনে একটি অপ্রীতিকর টেক্সট বার্তা পাঠিয়েছিলেন যেটা ওই পড়ুয়ার বাবার চোখে পড়ে। এরপর থেকেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। শিক্ষিকার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি চাইল্ড অ্যাসল্ট বা শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। NewsAI24x7 এর তরফে সকলকে সচেতন করতে এই খবর প্রকাশ করা হচ্ছে, এছাড়া কোনও অভিপ্রায় NewsAI24x7 এর নেই।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)