উত্তরাখণ্ডের আলমোড়ায় বড়সড় বাস দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি বাস। প্রায় ১৪ জনেরও বেশি মৃত্যুর খবর রয়েছে। নৈনি ডান্ডা থেকে রামনগরগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। মারকুলার কাছে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি টুইট করে দুর্ঘটনার কথা জানিয়েছেন। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন। আহতদের এয়ার লিফট করে বাঁচানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামী।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসটি নৈনিদান্দার কিনাথ থেকে যাত্রী নিয়ে যাচ্ছিল। যা রামনগরের উদ্দেশ্যে রওনা হয়। সারদ ব্যান্ডের কাছে বাসটি নদীতে পড়ে যায়। এই 42 আসনের বাসটিতে 40 জনেরও বেশি লোক ছিল বলে জানা গিয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত সংখ্যা সম্পর্কে কোনও কিছু পরিষ্কার নয়। জানা যাচ্ছে, বাস থেকে প্রাণে বেঁচে যারা এসেছেন তারাই, দুর্ঘটনার কথা অন্যদের জানায়। এরপরই দুর্ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে।