হাওড়া(Howrah) থেকে চালু হয়ে গেল আরও তিনটি বন্দে ভারত(Vande Bharat) এক্সপ্রেস ট্রেন। আরও কম সময়ে বিহার ও ওড়িশায় পৌঁছে যেতে পারবেন আপনি বন্দে ভারতের মাধ্যমে।হাওড়া- রৌড়কেল্লা, হাওড়া-ভাগলপুর এবং হাওড়া-গয়া সহ এদিন মোট ছটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রেলের শীর্ষ আধিকারিক সহ অনেকেই।
উল্লেখ্য, টাটানগরে ট্রেনগুলি উদ্বোধনের কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে শেষ পর্যন্ত ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী। নতুন ট্রেনগুলি কমলা-সাদা রঙের। হাওড়া থেকে তিনটি ট্রেন বাদে বাকি তিনটি ট্রেন টাটানগর-পাটনা, ব্রহ্মপুর-টানানগর ও দেওঘড়-বারাণসী রুটে চলবে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)