সলমন নিজের টিমকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন কোনও কাজ যাতে বাতিল করা না হয়

‘হুমকি’ তোয়াক্কাই করলেন না ভাইজান

Entertainment National News
Share this news

বিষ্ণোই-এর গ্যাং-এর হুমকি তোয়াক্কাই করলেন না ভাইজান। রবিবার সলমন খানের বাড়িতে হামলা পর ইতিমধ্যেই দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই-এর গ্যাং।আনমোল বিষ্ণোই নামক একজন এক্স হ্যান্ডেলে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছেন বলে খবর। একইসঙ্গে তিনি অভিনেতাকে সতর্কও করেছেন। রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন, পরেরবার গুলি আর বাড়ির দেওয়ালে লাগবে না।

সোমবার সেই হুমকিকেই একেবারে দাবাং স্টাইলে উড়িয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেন তিনি। শুধু তাই নয়, নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’ দুবাইতে শুরু করার ঘোষণা করে দিলেন সলমন। পাশাপাশি ইন্ডাস্ট্রির স্বজন, বন্ধুবান্ধব ও অনুগামীদেরও একদম চিন্তা করতে নিষেধ করেছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে খবর, সলমন নিজের টিমকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন কোনও কাজ যাতে বাতিল করা না হয়। তবে সলমন বিষয়টিকে হালকা করতে চাইলেও এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে বাণিজ্যনগরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *