জল্পনা সত্যি করে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। এদিন দিল্লির রাজাজি মার্গে আইএমসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁরা। তবে তার আগে রেলের চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন ভিনেশ ফোগট।

Vinesh Phogat: রেলের চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ফোগাট, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ভিনেশ

National News Politics Sports
Share this news

জল্পনা সত্যি করে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট(Vinesh Phogat) ও বজরং পুনিয়া(Bajrang Punia)। এদিন দিল্লির রাজাজি মার্গে আইএনসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের(Mallikarjun Kharge) বাসভবনে কংগ্রেসে(Congress) যোগ দিয়েছেন তাঁরা। তবে তার আগে রেলের চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন ভিনেশ ফোগট(Vinesh Phogat)।

হরিয়ানায় বিধানসভা নির্বাচন সন্নিকটে।এমতাবস্থায় বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন ভিনেশ এমন জল্পনা অনেক আগেই ছিল। সেই জল্পনাকে আরও উসকে এবার রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই তারকা কুস্তিগির।সূত্রের খবর, ভিনেশ ফোগাট হরিয়ানার জুলানা বিধানসভা আসন থেকে লড়তে পারেন।বজরং পুনিয়া নির্বাচনে না লড়লেও শুধু প্রচার করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। 

 কিছু দিন আগে অ্যাথলেট এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেসি ভেনুগোপালের মধ্যে রাহুল গান্ধীর বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কুস্তিগীর এবং রাহুল গান্ধী উভয়েই প্রায় ৪০ মিনিটের জন্য একটি বৈঠক করেন। এরপর গুজব ছড়িয়ে পড়ে যে কুস্তিগীররা কংগ্রেসের টিকেটে আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

যেহেতু হরিয়ানায় বিধানসভা নির্বাচন আসন্ন সেহেতু ফোগাট এবং পুনিয়ার মতো উচ্চ-প্রোফাইল ক্রীড়াবিদদের এহেন বৈঠকে অংশগ্রহন স্বাভাবিকভাবেই সাধারন মানুষকে প্রভাবিত করতে পারে। উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উভয় ক্রীড়াবিদই প্রতিবাদে যোগ দিয়েছিলেন।

শুক্রবার বেলা ১ টা নাগাদ রেলের চাকরি থেকে ইস্তফা দেন ভিনেশ। নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন, “রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশকে সেবা করার যে সুযোগ রেল আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”এরপরই কংগ্রেসে যোগদান করে  রাজনীতির ময়দানে হাতেখড়ি দিয়ে ফেললেন ফোগাট।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *