প্যারিস অলিম্পিক্সে(Paris Olympics 2024) ৫০ কেজি বিভাগে কুস্তির ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাাট (Vinesh Phogat)। কিন্তু তাঁর ওজন বেশি হওয়ায় ফাইনালে নামতে পারবেন না তিনি। ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিনেশ। কিন্তু পারেননি। সারা রাত ঘুমোননি তিনি। বুধবার সকালে প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার ভেঙে পড়েন বিনেশ। তাঁর শরীরে জলের ঘাটতি দেখা যায়। সেই কারণে হাসপাতালে ভর্তি করানো হয় বিনেশকে।
মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজ়কে হারিয়েছিলেন বিনেশ।
রূপো নিশ্চিত ছিল বিনেশের। সোনা জয়ের স্বপ্ন ছিল তাঁর চোখে। সোনা জিতেই ফিরবেন তিনি এমনটাই আশা ছিল গোটা দেশের। কিন্তু সব শেষ হয়ে গেল।ফাইনাল থেকে বাদ পড়ে চরম ধাক্কা খেলেন ভারতীয় কুস্তিগির।
ফাইনাল থেকে বাদ পড়তেই অসুস্থ হয়ে পড়েন তিনি।হাসপাতালে ভর্তি করানো হয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সেই কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিনেশকে।
সোনা জেতার জন্য মরিয়া ছিলেন বিনেশ ফোগাট। সবরকম চেষ্টা করেছিলেন ওজন কমানোর জন্য। এতটাই মরিয়া ছিলেন যে, তিনি চুল কেটে ফেলেছিলেন। সারারাত জল খাননি।শরীর থেকে রক্ত বার করেছিলেন। তার পরেও শেষরক্ষা হল না। প্রতিযোগিতা থেকেই বাতিল হয়ে গেলেন বিনেশ। সোনা জয়ের স্বপ্নভঙ্গ হল ভারতীয় কুস্তিগিরের।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)