প্রবল বৃষ্টিতে ভূমিধসের(Landslide) জেরে দক্ষিণ ওয়েনাড়ে(Wayanad) মৃত্যুমিছিল ক্রমশ লম্বা হয়ে চলেছে। ধস বিধ্বস্ত ওয়েনাড়ে(Wayanad) মৃত(Death toll) বেড়ে প্রায় ৩১৬। মাইলের পর মাইল জুড়ে এখন শুধুই বিপর্যস্ত জনপদ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর-বাড়ি। পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শত শত মানুষ।
কেরলের মুখ্যমন্ত্রী(CM of Karala) পিনারাই বিজয়ন(Pinarayi Bijayan) জানিয়েছেন, সমস্ত জীবিত মানুষকে ভূমিধসের বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দুটি গ্রামে বহু স্কুল পড়ুয়া এখনও নিখোঁজ, নিখোঁজ বহু পরিযায়ী শ্রমিক। প্রায় ১৫০-র বেশি এখনও নিখোঁজ রয়েছে।
কাদামাটি সরাতেই উঠে আসছে একের পর এক নিথর দেহ। কার্যত শ্মশানে পরিণত হয়েছে চুরালমালা। ভারী যন্ত্রাংশের অভাব, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে সেনাকর্মীদের। উদ্ধারকাজে সেখানে বেইলি ব্রিজ তৈরির কাজ সম্পন্ন করেছে সেনা। বেইলি ব্রিজ নির্মাণে উদ্ধারকাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা। সেতু নির্মাণের ফলে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী যানবাহন ভূমিধসের জায়গায় নিয়ে যাওয়া যাবে। ১৯০ ফুট লম্বা এই সেতু দিয়ে ২৪ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান। উদ্ধারকাজে তামিলনাড়ু থেকে আনা হয়েছে কয়েকটি স্নিফার ডগ। মাটির নীচে প্রাণের খোঁজ চালাতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)