ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক নন, সুস্বাতী হতে চান নৃত্যশিল্পী।

WB HS Result 2024/Fifth Rank Holder Suswati Kundu: ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, নৃত্যশিল্পী হতে চান উচ্চমাধ্যমিকের মেধাবী ছাত্রী

Bengal News
Share this news

বুধবার ফলপ্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার। আর সেই পরীক্ষায় পঞ্চম হয়েছেন বাঁকুড়া মিশন হাইস্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। বড় হয়ে কী হতে চান তিনি, সে প্রশ্নের উত্তরে অবাক সকলেই। এ যেন একদম ব্যতিক্রমী মেধাবী।

স্বভাবতই, উচ্চমাধ্যমিকের মেধাবীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন অথবা কোনও বিষয় নিয়ে গবেষণা করতে চান। কিন্তু এ যেন ব্যতিক্রম! ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক নন, সুস্বাতী হতে চান নৃত্যশিল্পী। কিন্তু এই অনুপ্রেরণা তিনি পেলেন কোথা থেকে?

উত্তরে সুস্বাতী জানিয়েছেন, মমতা শংকরকে দেখে তাঁর নৃত্যের প্রতি আগ্রহ ও ভালোবাসা। আগামীদিনে এই নাচ নিয়েই পড়াশোনা করতে চান সুস্বাতী।সায়েন্স নয় শিল্পী হয়ে বাঁচতে চান সুস্বাতী।

উচ্চমাধ্যমিকে মেধাবী মানেই, ধরে নেওয়া হয় সেই গতানুগতিক লাইনে গিয়ে পড়াশোনার কোনও একটা দিক বেছে নেবেন তিনি। কিন্তু সুস্বাতী একটু আলাদা, উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে এত ভালো ফল করার পরও শিল্পী হওয়ার স্বপ্ন তাঁর চোখে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *