বুধবার এবছরের উচ্চমাধ্যমিক (WB HS Result 2024) ফল প্রকাশিত হল।১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। ৬৯ দিনের মাথায় পরীক্ষায় ফলপ্রকাশ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। পাশের হার ৯০ শতাংশ।উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। অন্যদিকে পাশের হারে রাজ্যের মধ্যে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতা পাঁচ নম্বরে। উচ্চ মাধ্যমিকে সমস্ত সফল ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
১৫ টি জেলা থেকে ৫৮ জন পরীক্ষার্থী প্রথম দশে রয়েছেন। যাঁদের মধ্যে ছাত্র, ৩৫ জন, ছাত্রী ২৩ জন।
উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।
দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫।
তৃতীয় হয়েছেন মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।
যুগ্মভাবে চতুর্থ হয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী তালুকদার এবং হুগলির কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের ছাত্রী স্নেহা ঘোষ।
উল্লেখ্য, মেয়েদের মধ্যে উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের এবং তাঁদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার মার্কশিট এবং শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিনই নিজেদের স্কুল থেকে মার্কশিট এবং শংসাপত্র পাবেন পরীক্ষার্থীরা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)