রাজ্যের বিভিন্ন স্কুলে যোগ্য সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে। যদিও এখনো পর্যন্ত এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে WBPSC-র তরফে। এক থেকে দেড় মাসের মধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হবে, সূত্রের খবর।
আবেদন করার বয়সসীমা
সর্বনিম্ন 18 থেকে 36 বছর বয়সি চাকরি প্রার্থীরা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন
আবেদন করার শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীকে ন্যূনতম গ্র্যাজুয়েশন করতে হবে। অনার্স বা পাস যেকোন ভাবে করলেই হবে। পাশাপাশি ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.ED ডিগ্রী থাকা বাঞ্ছনীয়। বাংলা লিখতে এবং বলতে জানতে হবে।
নিয়োগ পদ্ধতি – দুই ধাপে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা । লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করলে সেই প্রার্থীরা ইন্টারভিউ-এ ডাক পাবে। ইন্টারভিউয়ের পর ফাইনাল মেরিট লিস্ট প্রস্তুত করা হবে।
বেতন– প্রায় ৪০ হাজার, বিজ্ঞপ্তি জারির পর বেতন বিষয়ে বিস্তারিত জানা যাবে। সেই সঙ্গে মেডিকেল ভাতা, ডিএ থাকবে