বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার "ইন্টেন্স স্পেল অফ রেইন"।সপ্তাহান্তে ঝমঝমিয়ে বৃষ্টি উত্তরবঙ্গের উপরের জেলাগুলিও।

Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি

Bengal National News Weather
Share this news

বঙ্গোপসাগরে(The Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ বৃষ্টি(Rain) বাড়বে দক্ষিণবঙ্গে(South Bengal)। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে সোমবার “ইন্টেন্স স্পেল অফ রেইন”।সপ্তাহান্তে ঝমঝমিয়ে বৃষ্টি উত্তরবঙ্গের(North Bengal) উপরের জেলাগুলিও।

 নিম্নচাপ(Depression) কোথায়? 

মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে । বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে। এটি ক্রমশ ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দু দিনে এটি আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে বলে খবর। 

  মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরও দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা আজ জয়সলমীর কোটা গুনা নরসিংহপুর প্যানড্রা রোড এরপর গোপালপুরের ওপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

উত্তরবঙ্গ 

★আজ বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে  বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

 ★শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

★রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ,কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গ 

★আজ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

★শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

★২১ জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা। মূলত মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি বা দফায় দফায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। 

★সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূম জেলাতে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

কলকাতা 

রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ সঙ্গে নিবিড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা।

আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ। কখনও মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 

 কলকাতায় তাপমাত্রা

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। 

উল্লেখ্য, শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ভিনরাজ্যের আবহাওয়া 

দেশজুড়ে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি; প্রবল বৃষ্টির আশঙ্কা কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান,  সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *