লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) আর মাত্র দুটি দফার ভোট বাকি। আগামী শনিবার, ২৫ মে ষষ্ঠ দফার ভোট। আর এই সময় বঙ্গোপসাগরে(Bay of Bengal) তৈরি হতে চলেছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো মঙ্গল-বুধবারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুরু হবে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে। কলকাতা, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া ভারী বৃষ্টির(Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে। এদিকে বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে ভোট রয়েছে শনিবার। তাই কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে ভোটদানে। উল্লেখ্য উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝোড়ো হাওয়ার দাপটও চলবে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে সপ্তাহের মাঝখানে বৃষ্টি চললেও শেষে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় উপকূলের উপর ঘূর্ণাবর্তের অক্ষরেখা রয়েছে।বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং ওই সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই নিম্নচাপের শক্তি বৃদ্ধি পেয়ে ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে দিকে নজর রয়েছে আলিপুরের।
আবার বুধবার নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও শক্তি সঞ্চয় করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও সাগরে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আবহবিদেরা। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বঙ্গে ঘূর্ণিঝড়ের (Cyclone)প্রকোপ কতটা পড়বে তা না বলা গেলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েই দিয়েছে হাওয়া অফিস। তাই শনিবার ষষ্ঠ দফা ভোটে বৃষ্টি না ভিলেন হয়ে যায়! ভোটদানে বিঘ্ন ঘটাতেই পারে অতি ভারী বর্ষণ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)