গরমের জ্বালা থেকে নিস্তার মিলছেই না দক্ষিণবঙ্গবাসীর। এক নাগারে তীব্র দহনে পুড়ছে কলকতা সহ গোটা দক্ষিণবঙ্গ। কবে একটু বৃষ্টির দেখা মিলবে, রবিবার পর্যন্ত পূর্বাভাস নেই বৃষ্টির।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের (Heat Wave) কারণে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে।
বৈশাখের মাঝমাঝি সময়ে গরমের তীব্র দহন থেকে কবে রেহাই পাওয়া যাবে, সেই আশায় দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কিন্তু ঝড়-বৃষ্টি কবে হবে, সেই স্বস্তির বার্তা এখনও দিতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস। বুধবার থেকেই তাপপ্রবাহের থাবা কলকাতা-সহ দক্ষিণের আরও কয়েকটি জেলায়। রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পাশাপাশি তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
অন্যদিকে, বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের অন্যান্য জেলা গরমের হাত থেকে মুক্তি পাবে না। বুধবার থেকে রবিবার পর্যন্ত মালদহের পাশাপাশি দুই দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। রোদের দাবদাহে নাজেহাল হয়ে বৃষ্টির অপেক্ষায় ‘চাতক’ বঙ্গবাসী