জুন মাসের ১৯ তারিখ হয়ে গেল বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। ভেপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ।

Weather Update: বৃষ্টি যেন এসেও আসছে না! দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে ‘কাঁটা’!

Bengal News Weather
Share this news

ক্যালেন্ডারে বর্ষাকাল পড়ে গিয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে এমাসের ১০ তারিখের মধ্যে বর্ষা ঢুকে যাবে, সেরকম অনুকুল পরিস্থিতি ছিল। কিন্তু তা আর হল কই।জুন মাসের ১৯ তারিখ হয়ে গেল বর্ষার দেখা নেই দক্ষিণবঙ্গে। ভেপসা গরমে জেরবার দক্ষিণবঙ্গের মানুষ। চাতকের মতো চেয়ে কবে দেখা মিলবে বৃষ্টির। কেন দক্ষিণবঙ্গে বর্ষা এখনও ঢুকল না?

 হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে মন ভরানোর মতো বৃষ্টির পূর্বাভাস দেওয়া যায়নি। বরং আলিপুরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই দক্ষিণবঙ্গে। কিন্তু কেন, তার উত্তরও দিয়েছে হাওয়া অফিস।

বুধবার সকাল থেকে কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। রোদ প্রায় ওঠেনি বললেই চলে। সেই সঙ্গে রয়েছে গরমের তীব্র অস্বস্তি এবং ঘাম। বৃষ্টি যেন এসেও আসছে না। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাল, দক্ষিণে বর্ষার ‘কাঁটা’ আসলে অক্ষরেখা। যা এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে নেই

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা থমকে আছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকা এবং উত্তরের বাকি অংশেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উঁচুতে। এ ছাড়া উত্তরবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। কিন্তু তার সুফল পাচ্ছে না দক্ষিণবঙ্গ।

উত্তরবঙ্গের উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত হওয়ায় জলীয় বাষ্প সে দিকে সরে যাচ্ছে। বৃষ্টিও হচ্ছে উত্তরেই। দক্ষিণবঙ্গে থাকাকালীন জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সুযোগ পাচ্ছে না। হাওয়া অফিসের এক কর্তা জানান, যদি দক্ষিণে কোনও নিম্নচাপও তৈরি হত, তা হলেও জলীয় বাষ্প এই জেলাগুলিতে বৃষ্টি আনতে পারত। কিন্তু এই মুহূর্তে তেমন কোনও সম্ভাবনা নেই। ওই কর্তা আরও জানান, বর্ষাকালের সব পর্যায়ে বৃষ্টি হয় না। এখন তেমনই একটি পর্যায় চলছে। কোথাও কোথাও বৃষ্টি যে হচ্ছে না, তা নয়। তবে সামান্য বৃষ্টি হচ্ছে। আলিপুর দফতর থেকেও শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই বলা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *