টাইফুন ‘ইয়াগি’ শেষ শক্তি নিয়ে লেজের ঝাপট দিয়েছে দক্ষিণবঙ্গে। আর তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতাতে আজ বৃষ্টির পরিমাণ কিছু কমলেও সারাদিন মেঘলা আবহাওয়া, ঝিরঝির করে মাঝে মাঝেই বৃষ্টি নামছে।

Weather Update: বৃষ্টি অব্যাহত কলকাতা সহ দক্ষিণবঙ্গে, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি

Bengal News Weather
Share this news

টাইফুন ‘ইয়াগি’ শেষ শক্তি নিয়ে লেজের ঝাপট দিয়েছে দক্ষিণবঙ্গে(South Bengal)। আর তার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি(Heavy Rainfall) চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা(Kolkata)তে আজ বৃষ্টির পরিমাণ কিছু কমলেও সারাদিন মেঘলা আবহাওয়া, ঝিরঝির করে মাঝে মাঝেই বৃষ্টি নামছে।কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপটও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস কারণ রবিবার অতি গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কলকাতাতেই থাকছে । আগামী ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোবে। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার থেকে কমবে বৃষ্টির দাপট। মঙ্গলবার আবহাওয়ার খানিকটা উন্নতি হবে। তবে, শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *