Weather: পুড়ছে দক্ষিণবঙ্গ, ১০ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

Bengal News
Share this news

ফের গরমে নাজেহাল কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। বেলা এগারোটার পর হাঁস-ফাসানি গরম।১০ জেলায় তাপপ্রবাহের (Heat flow) সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আরো কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, হাওয়া অফিস সূত্রে খবর।অস্বস্তিকর আবহাওয়া (Weather) থাকবে।বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরানোর পরামর্শ আবহাওয়া দফতরের।

তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ছয় জেলা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং,জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টির দেখা মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। গরম ও অসস্তিকার আবহাওয়া বজায় থাকবে আগামী দুই দিন। বুধ ও বৃহস্পতিবার কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। শুক্রবারও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

কলকাতাতে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।৩৭ ডিগ্রি থেকে ৩৮ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *