এবার ভারতের বাজারে মিলতে চলেছে রোগা হওয়ার সঞ্জিবনী ওষুধ টিরজেপাটাইড (Tirzepatide)। স্থূলতা ঘোচাতে অন্যত্র এই ওষুধের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়

Weight Loss Drug Tirzepatide: রোগা হওয়ার ‘সঞ্জিবনী ওষুধ’ আমেরিকা-ইউরোপের পর আসছে ভারতের বাজারে 

Health News
Share this news

আপনি রোগা হওয়ার জন্য প্রচন্ড চেষ্টা করছেন? ব্যায়াম করার সময় পাচ্ছেন না? শরীর ক্রমশ ভারী- মেদযুক্ত হয়ে যাচ্ছে? এবার ভারতের বাজারে মিলতে চলেছে রোগা হওয়ার ‘সঞ্জিবনী ওষুধ’ টিরজেপাটাইড (Tirzepatide)। স্থূলতা ঘোচাতে অন্যত্র এই ওষুধের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। অনেকে এই টিরজেপাটাইড-কে ‘মিরাকল ওষুধ’ও বলেন। একবার খেলেই হাতেনাতে ফল মিলতে শুরু করে বলেও চাউর রয়েছে বাজারে। এমনকি এই ওষুধের দৌলতেই পশ্চিমি দেশগুলিতে রোগা হওয়ার ওষুধের এত বাড়বাড়ন্ত বলে মানেন অনেক বিশেষজ্ঞরা

ভারতের বাইরে অন্য দেশগুলিতে গত কয়েক বছরে স্থূলতা থেকে মুক্তি পেতে রোগা হওয়ার ওষুধের দ্বারস্থ হয়েছেন মানুষজন। বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে রোগা হওয়ার এই ওষুধ বেশ জনপ্রিয়। ভারতের বাজারে রোগা হওয়ার ওষুধ বিক্রির অনুমোদন নেই।  নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়া থেকে পশ্চিমি দেশের চাহিদার জোগান দিয়ে এদেশে ওষুধ এসে পৌঁছনোও ঝক্কির বিষয়। কিন্তু শীঘ্রই তা পাল্টা চলেছে

গত সপ্তাহে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে ভারতের বাজারে টিরজেপাটাইড বিক্রিতে সবুজ সঙ্কেত মিলেছে। তাদের এই সুপারিশ পর্যালোচনা করে দেখা হবে। সব ঠিক থাকলে শীঘ্রই ছাড়পত্র মিলে যাবে। ফলে টিরজেপাটাইড উৎপাদনকারী সংস্থা Eli Lilly ভারতের বাজারেও তাদের ওষুধ বিক্রি করতে পারবে আগামী দিনে।তবে সবশেষে একটা কথা অবশ্যই বলব, আপনি এই ওষুধ নিতে চাইলে অবশ্যই তার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন ।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *