বর্তমানে বন্ধু সঙ্গে আড্ডা থেকে অফিসিয়াল চ্যাট কিংবা কোনও তথ্য শেয়ার সবকিছুই আমরা করে থাকি হোয়াটসঅ্যাপের(Whatsapp) মাধ্যমে। এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি আমরা এই অ্যাপটির উপর। দিন থেকে রাত সারাদিনে কতবার যে হোয়াটসঅ্যাপ(Whatsapp) আমরা ব্যহার করে থাকি তার কোনও ইয়ত্তা নেই।
কিন্তু জানেন কি, এই হোয়াটসঅ্যাপের নিয়ম ভাঙলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে ইউসারকে, তেমনটাই ব্যবস্থা করছে মেটা। শুধুমাত্র এপ্রিল মাসে ৭১ লক্ষ ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষিদ্ধ(Whatsapp ban) করে দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁরা আর এই অ্যাপ ব্যবহার করতে পারছেন না।
হোয়াটসঅ্যাপের অপব্যবহার রুখতেই এমন ব্যবস্থা গ্রহণ করেছে মেটা। জানা গিয়েছে, এপ্রিল মাসে ৭১ লক্ষ ৮২ হাজার ইউজারের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, যাদের মধ্যে ১৩ লক্ষ অ্যাকাউন্ট কোনও অভিযোগ আসার আগেই সন্দেহজনক ব্যবহারের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২১ সালের নিয়মের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত যে বিষয়গুলি জোর দেওয়া হয়েছে, হিংসামূলক কনটেন্ট, ভুল তথ্য, বেআইনি কোনও কাজে ব্যবহার, হেনস্থামূলক আচরণ-এইসব বিষয়গুলি হোয়াটসঅ্যাপে শেয়ার করা হলে নিষিদ্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্ট।
একাধিক বিশ্লেষক রয়েছে, যাঁরা হোয়াটসঅ্যাপে এই সব তথ্য বাছাইয়ের কাজ করছে। ফলে নীতি ভাঙলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে বলে জানিয়েছে মেটা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)