এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার। ইন্টারনেট ছাড়াই আপনি পাঠাতে পারবেন ছবি, ভিডিও কিংবা কোনও ফাইল

WhatsApp: এবার বিনা ইন্টারনেটে WhatsApp-এ দ্রুত পাঠাতে পারবেন ছবি, ভিডিও, ফাইল

News Smartphone Technology
Share this news

এবার হোয়াটসঅ্যাপে(WhatsApp) আসতে চলেছে নতুন ফিচার। ইন্টারনেট(Internet) ছাড়াই আপনি পাঠাতে পারবেন ছবি, ভিডিও কিংবা কোনও ফাইল। কোনও জায়গায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হলে বা ইন্টারনেট না থাকলেও পাঠাতে পারবেন আপনার Information এবং পেতেও পারবেন ছবি, ভিডিও কিংবা কোনও তথ্য

ইউজারদের সুবিধার্থে নতুন চিন্তাভাবনা করছে মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি।খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ (WhatsApp) থেকে বিনা ইন্টারনেটে প্রয়োজনীয় ফাইল পাঠাতে পারবেন ইউজাররা। আপনার পাঠানো ফাইলের গোপনীয়তাও বজায় থাকবে।

অ্যান্ড্রয়েডের বিটা ভার্সানে এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যে সব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল-শেয়ার করা যায়, সেসব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে ফাইল। এই ফিচার সাপোর্ট করবে, এমন নিকটবর্তী ডিভাইস খুঁজে বের করার পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপকে ফটো গ্যালারি ও সিস্টেম ফাইল ব্যবহারের অনুমতিও দিতে হবে।

কবে থেকে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা, সে বিষয়ে কিছু জানা যায়নি।প্রসঙ্গত, টেলিগ্রাম অনলাইন মেসেজিং অ্যাপকে প্রতিযোগিতায় পিছনে রাখতেই নতুন ফিচারের ভাবনা চিন্তা মেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *