বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম মঙ্গলবার জানিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায় তারা। ইউনুসের সঙ্গে নাকি এই নিয়ে কথা হয়েছে আন্দোলনকারী ছাত্রদের। ডঃ ইউনুস নাকি তাঁদের দাবিতে সায় দিয়েছেন।

Who is Muhammad Yunus: বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ইউনিসকেই চায় আন্দলোনকারীরা

International News Politics
Share this news

বাংলাদেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম মঙ্গলবার জানিয়েছেন নোবেলজয়ী মহম্মদ  ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায় তারা। ইউনুসের সঙ্গে নাকি এই নিয়ে কথা হয়েছে আন্দোলনকারী ছাত্রদের। ডঃ ইউনুস নাকি তাঁদের দাবিতে সায় দিয়েছেন।

সেনার শাসন নয়। দেশে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা তৈরি করে দিতে চায় আন্দোলনকারী ছাত্র-নাগরিকরা। যেখানে সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকবে। জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। 

 নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হোক বাংলাদেশের তদারকি সরকার। ইউনুস দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আলাপ-আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশের বাম দলগুলিও। মঙ্গলবার সর্বদল বৈঠকের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ঘোষণা করা হতে পারে। 

সূত্রের খবর, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  মঙ্গলবার ভোররাতে এক ভিডিওতে এই ইচ্ছেপ্রকাশ করেন। সংগঠনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ভিডিও বার্তাটি দেন।  ভিডিওটি তা  ফেসবুক মারফত প্রচার করা হয়।   নাহিদরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের জন্য ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন। জরুরি পরিস্থিতিতে তাঁরা এখনই একটি রূপরেখা ঘোষণা করেন। 

কে মহম্মদ ইউনিস(Muhammad Yunus)?

মহম্মদ ইউনিস একজন অর্থনীতিবিদ। বাংলাদেশের চট্টোগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ইউনিস।কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-যুবদের সমর্থন জানিয়েছিলেন ইউনিস। শেখ হাসিনার সরকারের প্রতি তাঁর বিতৃষ্ণার কথা প্রকাশ করেছিলেন তিনি।

এহেন পরিস্থিতিতে ইউনিসকেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তাঁকেই চাইছেন আন্দোলনকারীরা।বাংলাদেশের ‘সম্ভাব্য’ প্রধানমন্ত্রী হিসাবেই মনে করা হচ্ছে তাঁকে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *