টেনিস ও ফুটবলে সেরা হওয়ার আনন্দে রবিবার রাত ছিল স্পেনময়।দুই খেলাতেই সেরার শিরোপা আর্জন করে নিল স্পেন। জোড়া আনন্দে মাতলেন সমর্থকেরা।

Wimbledon-Euro 2024 Spain: উইম্বলডন-ইউরো কাপ জিতে ডবল ধামাকা স্পেনের! একইদিনে টেনিস ও ফুটবলে সেরার শিরোপা অর্জন

International News Sports
Share this news

রবিবার রাত যেন স্বপ্নপূরণের রাত ছিল স্পেনের। বলা যায়, রবির রাত ছিল স্পেনের জন্যই।এদিন ভারতীয় সময় রাত ৯টায় লন্ডনে উইম্বলডন নোভাক জোকোভিচ(Novak Djokovic) কে স্ট্রেট সেটে হারিয়ে জিতলেন কার্লোস আলকারাজ়(Carlos Alcaraz)। আর তার ঠিক সাড়ে ৫ ঘণ্টা পরে জার্মানির বার্লিনে( Berlin) ইউরো কাপ(Euro 2024) জিতল স্পেন(Spain)। ফাইনালে ইংল্যান্ড(England)কে ২-১ গোলে হারাল তারা। টেনিস ও ফুটবলে সেরা হওয়ার আনন্দে রবিবার রাত ছিল স্পেনময়।দুই খেলাতেই সেরার শিরোপা আর্জন করে নিল স্পেন। জোড়া আনন্দে মাতলেন সমর্থকেরা।

রবিবার রাত স্পেনময় করার ডাক দিয়েছিলেন আলকারাজ়। উইম্বলডনের সেমিফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে তিনি বলেছিলেন, ‘স্পেনীয় হিসাবে বলতে পারি, রবিবার স্পেনের জন্য আদর্শ দিন হতে পারে। সন্ধ্যায় আমার ফাইনাল। রাতে ইউরোর ফাইনাল। স্পেনের মানুষেরা দুটো খেলা দেখতে পাবেন। যদি দুটো ম্যাচই আমরা জিতি তা হলে সবচেয়ে ভাল হবে। স্পেনময় হবে রবিবার। স্পেনীয় হিসাবে এর থেকে ভাল আর কী হতে পারে।’ রবিবার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পরেও আলকারাজ়ের কথায় উঠে এসেছিল ইউরো ফাইনালের প্রসঙ্গ। তিনি জানান, নিজে উইম্বলডন জেতার পাশাপাশি স্পেন ইউরো জিতুক, সেটিই স্বপ্ন তাঁর। আর তাঁর স্বপ্ন পূরণও হল। ইউরো কাপ জিতল স্পেন।

২০২৪ ইউরো কাপে(Euro Cup 2024) ইতিহাস গড়ল স্পেন। রড্রি-ইয়ামালদের দুরন্ত পারফরম্যান্সের জোরে এই রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয় করে স্প্যানিশ ফুটবল দল। এই ম্যাচের প্রথমার্ধ থেকেই স্পেনের দাপট দেখতে পাওয়া যায়। কিন্তু, ইংল্যান্ড ফুটবল দলও সহজে হাল ছেড়ে দেয়নি। প্রথম ৪৫ মিনিটে কোনও দলই খুলতে পারেনি গোলের দরজা। সেকারণে প্রথমার্ধের ফলাফল ০-০ হয়েই থমকে যায়।

দ্বিতীয়ার্ধে পরিস্থিতি একেবারে বদলে যায়। ম্যাচের ৪৭ মিনিটে নিকো উইলিয়ামস স্পেনের হয়ে প্রথম গোল করেন। আর সেইসঙ্গে স্পেন ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ৭৩ মিনিটে সমতা ফেরায় ইংল্যান্ড। কোল পামারের গোল ইংল্যান্ড শিবিরে কিছুটা হলেও অক্সিজেন নিয়ে আসে। অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে ফাইনাল ম্যাচটা হয়ত অতিরিক্ত সময়ের দিকেই গড়াতে পারে।স্পেনের পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন মিকেল ওয়াইআরসাবাল। ম্যাচের একেবারে শেষবেলায় গোল করে তিনি স্পেনকে চ্যাম্পিয়ন করলেন। ৮৬ মিনিটে মিকেলের পা থেকে বেরিয়ে আসে জয়সূচক গোল। আর সেই গোলই স্কোর বোর্ড ২-১ করে দেয়। শেষপর্যন্ত স্পেন জয় ছিনিয়ে নেয় স্পেন।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *