রাজস্থানের জয়পুরের বিমানবন্দরে(Jaipur airport) এক সিআইএসএফ(CISF) জওয়ানকে থাপ্পড় মারার অভিযোগ স্পাইসজেটের(Spice zet) এক মহিলা কর্মীর বিরুদ্ধে । ওই অভিযুক্ত কর্মীর পাশে দাঁড়িয়েছে স্পাইসজেট। তাদের পাল্টা অভিযোগ, তাঁদের মহিলা কর্মীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
ভোর ৪টে নাগাদ ভেহিক্যাল গেট দিয়ে স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানি নামে এক মহিলা কর্মী সেখান দিয়ে ঢুকছিলেন। সিআইএএসএর দাবি, অনুরাধা রানির কাছে বৈধ অনুমতি ছিল না ওই গেট দিয়ে প্রবেশ করার। অনুরাধা রানি, সেই সময় বাকি স্টাফ কর্মীদের সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁকে গেটে অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর গিরিরাজ প্রসাদ দাঁড় করিয়ে দেন বলে জানিয়েছে, পুলিশ ও সিআইএসএফ।
এয়ারলাইন্সের ক্রিউদের জন্য আলাদা প্রবেশ পথে তাঁকে স্ক্রিনিং করার জন্য বলা হয়। এদিকে, সেই সময় কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না। এই নিয়ে দুই পক্ষের বচসা হয় বলে খবর। তখনই স্পাইসজেটের ওই মহিলা কর্মী অনুরাধা রানি সিআইএসএফএর জওয়ানকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই অভিযোগের জেরে অনুরাধা রানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিকে, স্পাইসজেট তাদের কর্মীর পাশে দাঁড়িয়েছে। স্পাইসজেট এই ঘটনার শ্লীলতাহানির অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা অভিযুক্ত সিআইএসএফ কর্মীর বিরুদ্ধে মামলারও হুঁশিয়ারি দিয়েছে।
সংস্থা তার বিবৃতিতে জানায়, ‘স্পাইসজেট তার মহিলা কর্মচারীর বিরুদ্ধে যৌন হেনস্থার কারণে অবিলম্বে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় পুলিশের কাছে যোগাযোগ করেছে। আমরা আমাদের কর্মচারীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি এবং তাঁকে পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)