রবিবার মহিলাদের এশিয়া কাপের(Women’s Asia Cup) ফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা। শুক্রবার সেমিফাইনালে পাকিস্তান(Pakistan)কে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল দ্বীপরাষ্ট্র(Sri Lanka)। মাত্র এক বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। পাকিস্তানের ১৪০ রানের জবাবে ৩ উইকেটে জিতল তারা।
আগেই বাংলাদেশ(Bangladesh)কে সেমিফাইনালে হারিয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত(India)। নবমবার ফাইনালে উঠল তারা। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল। সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur) দল। ১০ উইকেটে ম্যাচ জিতেছিল তারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা মাত্র ১১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।
অপরদিকে, শুক্রবার পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে রবিবার মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হল শ্রীলঙ্কা(India vs Sri Lanka)। ডাম্বুলায় দুপুর ৩টে থেকে শুরু হবে সেই ম্যাচ। অষ্টম বার এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে নামবে ভারতের মহিলা ব্রিগেড।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)