অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মোট ১০টি দল খেলছে এই টুর্নামেন্টে।

Women’s T-20 WC 2024: শুরু হচ্ছে মহিলাদের T-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ানদের জন্য রেকর্ড অঙ্কের পুরস্কার ঘোষণা আইসিসি-র

International News Sports
Share this news

অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মোট ১০টি দল খেলছে এই টুর্নামেন্টে। এবারে মহিলা টি-টোয়েন্ডি বিশ্বকাপের আয়োজক দেশ ইউনাইটেড আরব আমিশাহী। ৪ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় মহিলা দল।

মহিলাদের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কার মূল্য এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হল। চ্যাম্পিয়ন দল ২০২৩ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি অর্থ পাবে।  

গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরস্কার মূল্য হিসাবে পেয়েছিল ১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা। এ বারের চ্যাম্পিয়ন দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৬০ লাখ টাকা। রানার্স দলও এ বার ১৩৪ শতাংশ বেশি পুরস্কার মূল্য পাবে। এ বার ফাইনালের পরাজিতেরা পাবে ১.১৭ মিলিয়ন ডলার বা প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা

শুধু দুই ফাইনালিস্ট দলের জন্য নয়, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব স্তরেই এ বার পুরস্কার মূল্য বৃদ্ধি করেছে আইসিসি। সেমিফাইনালে পরাজিত দু’দল আগের বারের তিনগুণ বেশি আর্থিক পুরস্কার পাবে। দু’দলকেই দেওয়া হবে ৬ লাখ ৭৫ হাজার ডলার বা প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা দলগুলি পুরস্কার হিসাবে পাবে ২ লাখ ৭০ হাজার ডলার বা প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা করে। নবম এবং দশম স্থানে শেষ করা দুই দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *