একদিকে দ্রুত গলছে হিমবাহ, অন্যদিকে হ্রদের আয়তন বাড়ছে হিমালয়ে

হিমালয়ে দ্রুত গলছে হিমবাহ, বাড়ছে হ্রদের আয়তন, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

Blog News Science
Share this news

গ্লোবাল ওয়ার্মিং(Global Warming) বা বিশ্ব উষ্ণায়ন কতটা যে ভয়ানক প্রভাব ফেলতে পারে, তা দিনে দিনে পরিবেশে প্রকট হতে শুরু করে দিয়েছে।

একদিকে দ্রুত গলছে হিমবাহ(Glacier), অন্যদিকে হ্রদের আয়তন বাড়ছে হিমালয়ে।জানা গিয়েছে, হিমালয় অঞ্চলের ১০ হেক্টরের চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটি আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

১৯৮৪ সাল থেকে এই প্রবণতা শুরু হয়েছে। ৪০ বছর ধরে একটু একটু করে পরিবর্তন হতে হতে বিশ্বের বিভিন্ন জায়গার জলবায়ু বদলাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।গ্লোবাল ওয়ার্মিংই এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে। এই মুহুর্তে বিশ্বে পরিবেশগত প্রধান সমস্যারসমূহের অন্যতম বিশ্ব উষ্ণায়ন, যা জলবায়ুগত পরিবর্তনে মদত দিচ্ছে।আর এই গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য দায়ী মানুষ। কর্বন ডাই অক্সাইড সহ গ্রিনহাইজ গ্যাসের ভর বায়ুতে উঠে যায়, যেখানে তারা সূর্যের তাপকে মহাকাশে ফিরে যেতে বাধা দেয়। 

 এবছর এপ্রিলেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়েছে দক্ষিণবঙ্গে। বিশ্ব জলবায়ু সংস্থা জানিয়েছে, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি পরিবেশগত বিপর্যয়ের সাক্ষী এশিয়াবাসী। ভারতেও পরিস্থিতি শোচনীয়। ইসরো জানিয়েছে, হিমালয় অঞ্চলে শতাধিক হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সেই বরফগলা জলেই বাড়ছে হ্রদের আয়তন। যা বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি বিজ্ঞানীদের।

হিমালয় অঞ্চলে ১০ হেক্টরের(এক লক্ষ বর্গ মিটার) চেয়েও বড় হ্রদগুলির প্রতি চারটির মধ্যে একটির আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে হিমবাহ গলা জল হ্রদের দু’কুল ছাপিয়ে বন্যার ঝুঁকিও ক্রমশ বাড়াচ্ছে।

হিমালয় অঞ্চলে দীর্ঘসময়ের স্যাটেলাইট মানচিত্র খতিয়ে দেখা গিয়েছে, অন্তত ১০ হেক্টর আয়তন বিশিষ্ট ২৪৩১টি গ্লেসিয়াল লেক (হিমবাহ গলা জল থেকে তৈরি হ্রদ) তৈরি হয়েছে ২০১৬-১৭ সালে। ১৯৮৪ থেকে ৬৭৬টি গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে অনেকেটা। এর মধ্যে ১৩০টিই ভারতে। এই ১৩০টির মধ্যে সিন্ধু নদী অববাহিকায় ৬৫টি, গঙ্গা নদী অববাহিকায় সাতটি এবং ব্রহ্মপুত্র নদী অববাহিকায় ৫৮টি হ্রদ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

উল্লেখ্য, যে ৬৭৬টি হ্রদের উল্লেখ করা হয়েছে এর মধ্যে ৬০১টি হ্রদের আয়তন অন্তত দ্বিগুণ বৃদ্ধি পয়েছে। অন্যদিকে,  উচ্চতার নিরিখে দেখা যাচ্ছে, চার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় রয়েছে ৩১৪টি এবং পাঁচ হাজার মিটার উচ্চতার উপরে রয়েছে ২৯৬টি হ্রদ।

হিমাচল প্রদেশে ৪০৬৮ মিটার উচ্চতায় গেপং গাথ গ্লেসিয়াল লেকের আয়তন বেড়েছে ১৭৮%। ১৯৮৯ সালে এই হ্রদের আয়তন ছিল ৩৬.৪৯ হেক্টর। সেটিই ২০২২ সালে বেড়ে হয়েছে ১০১.৩০ হেক্টর। অর্থাৎ বছরে ১.৯৬ হেক্টর আয়তন বৃদ্ধি পেয়েছে।এই হ্রদ যে ভাবে বেড়ে চলেছে তা ভবিষ্যতে মানালি লে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন হিমবাহবিদরা। আর তার জেরে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ওই অঞ্চলের জনবসতি।গোটা ঘটনায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *