বিশ্বের অন্যতম সেরা মোবাইল কোম্পানি Xiaomi লঞ্চ করতে চলেছে নতুন হ্যান্ড সেট। সংস্থার তরফে এটি এখনও পর্যন্ত সেরা মোবাইল বলে দাবি করা হচ্ছে। এই ফোনে থাকছে ফাটাফাটি ক্যামেরা, অত্যাধুনিক সমস্ত ফিচার্স।
বর্তমানে মোবাইলের গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে অন্যতম প্রসেসর। সম্প্রতি বড় সংস্থা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 SoC লঞ্চের কথা ঘোষণা করেছে। Xiaomi-র নতুন মোবাইলে থাকছে স্ন্যাপড্রাগন 8 জেন 4 SoC। প্রথম এই মোবাইল সেটেই এই প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।Xiaomi 15 ও Xiaomi 15 pro-তে এই চিপসেট ব্যবহার করা যাবে। ফোনটিতে দারুণ ক্যামেরা ও আরও অন্যান্য অত্যাধুনিক ফিচার্স থাকছে। সেই সঙ্গে ভালো সেনসরও থাকবে। নতুন সেটটি খুবই পাতলা হবে বলে জানা গেছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)